শিলিগুড়ি, ২৪ নভেম্বর। ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল দুটি বাড়ী আগুনে আংশিক ক্ষতি হয়েছে আরও একটি বাড়ি । ভয়াবহ এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটছে সেবক বাজারে দমকল দেরিতে পৌঁছানোর ঘটনায় ক্ষোভ দেখায় ক্ষতিগ্রস্থরা। স্থানীয়সুত্রে জানা গিয়ে সোমবার বিকেলে কালো ধুঁয়ো দেখতে পায়। মুহুর্তের মধ্যে সেই কালো ধুয়ো আগুনে পরিনত হয়ে একটি বাড়ীকে গ্রাস করতে থাকে। দমকলকে খবর দেওয়ার পাশাপাশি নিজেরাই আগুন নেভাতে হাত লাগায় স্থানীয়রা তবে আগুনের তীব্রতার সাথে পেরে ওঠেনা তারা। ততক্ষনে পাশের বাড়ীতেও আগুন ছড়িয়ে পড়ে।প্রায় ঘন্টা খানেক পর দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছায়। দমকলকর্মীদের প্রাথমিক অনুমান শট শার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।।
Loading...