কলকাতা, ১৫ ডিসেম্বর : কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিং শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের কমিশনার হলেন। এই পদ থেকে ত্রিপুরারি অথর্ভকে সরিয়ে দেওয়া হল। মঙ্গলবার নবান্ন থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে।
ত্রিপুরারি অথর্ভ এবং দেবেন্দ্র প্রকাশ যথাক্রমে ১৯৯৮ ও ২০০২ ব্যাচের আইপিএস। উত্তরকন্যা অভিযানের পরই কমিশনার বদল হল। ওই অভিযানে বিজেপি-র এক সমর্থক ছররা বন্দুকের গুলিতে মারা যান। কার গুলিতে এই মৃত্যু হল, তা নিয়ে বিতর্ক শুরু হয়। অনুমান করা হচ্ছে, এর জেরেই এই বদলি। অবশ্য রাজ্যের দাবি, এটা রুটিন বদলি।
Loading...