শিলিগুড়ি , ১৫ ডিসেম্বর .একবছর আগের ঘটনার পুনরাবৃত্তি। রান্নার ঘর থেকে ভাত খেয়ে পালাল দাঁতাল হাতির দল। মঙ্গলবার গভীররাতে শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি ব্লকের ওয়ারিশ-মদন জোতে এমন ঘটনা। ঘন কুয়াশার রাতের এই ঘটনায় আতঙ্কিত গোটা এলাকা। রান্নার ঘর ভেঙে, হাঁড়ি থেকে ভাত খেয়ে ফেলে দাঁতাল হাতির দল। হাতির আক্রমণের শব্দ পেয়ে বাড়ির জানলা দিয়ে প্রাণ বাঁচা বাড়ির লোকজন। ব্রজেন বর্মন জানান, এইরকম ঘটনা এর আগেও হয়েছিল। ফের একই ঘটনা হওয়ায় আতঙ্কিত আমরা। পাশাপাশি মল্লিকা বর্মন জানান, এই ঘটনার পর এখনও ভয় রয়েছে। স্থানীয় বাসিন্দা কনক সিংহ জানান, বন দপ্তরকে আরও উদ্যোগী হতে হবে। খাওয়ার অভাবের কারণে লোকলয়ে আসছে এই হাতির দল।
রান্নার ঘর ভেঙে, হাঁড়ি থেকে ভাত খেয়ে গেল দাঁতাল হাতির দল
Loading...