কালনা, ৯ ফেব্রুয়ারি : বিজেপি-র রথযাত্রাকে কালনার জনসভায় ব্যঙ্গ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মঙ্গলবার কটাক্ষের সুরে তিনি বলেন, “সব বহিরাগত। একটা গাড়ি নিয়ে এসেছে। গাড়ি তো নয়, ওর মধ্যে হোটেল। এর পর একটা বাড়িতে গিয়ে খাবে। ফাইভ স্টার হোটেল থেকে খাবার এনে খাচ্ছে, আর বলছে, ছবি তুলুন। আপনারা পুকুরের জল খাবেন, টিউবওয়েলের জল খাবেন, আর ওরা হিমালয়ান ওয়াটার খাবে। যা ছিল বাম, তাই হয়েছে শ্যাম। তাদের নেইকো কোনও দাম।” রথযাত্রা এবং বাংলা সফরে এসে কখনও কৃষক আবার কখনও মতুয়া পরিবারে বিজেপি নেতৃত্বের মধ্যাহ্নভোজ ইস্যুতেও আরও একবার তোপ দাগলেন তিনি।
বহিরাগত তত্ত্বকে উসকে বিজেপির বিরুদ্ধে আরও একবার টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তুলেছেন তিনি। তাঁর কথায়, “ভোটের সময় অনেকেই এসে অনেক প্রতিশ্রুতি দেবে। টাকা দেবে। দিলে টাকা নিয়ে নেবেন। কিন্তু ভোটটা দেবেন তৃণমূলে। কারণ ওই টাকা ওদের নয়। আপনার-আমার মতো সাধারণ মানুষের টাকা। টাকা দিলে টাকা নেবেন। খেয়ে নেবেন। আর ভোট বাক্সে গিয়ে উলটে দেবেন। ত্রিপুরায় গিয়ে দেখে আসুন। ওখানে বাঙালিরা ভোট দেওয়ার পর কাঁদছে। অসমে দেখুন এনআরসি’র নামে কীভাবে অত্যাচার হচ্ছে।” ২০১৪ সালে লোকসভা নির্বাচনে জয়ী হলে কালো টাকা উদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেই ইস্যুতেও সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “বলেছিল ১৫ লক্ষ টাকা দেবে, দিয়েছে? পেয়েছেন? এ বারও আসবে। অনেক প্রতিশ্রুতি দেবে। কিন্তু সে সবে কান দেবেন না।”
রথযাত্রাকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের
Loading...