কলকাতা, ১৩ জানুয়ারি : এবার খাস কলকাতায় খালে নেমে মিলল নিখোঁজ মহিলা। মানিকতলায় ক্যানেল ইস্ট খালে নামতেই বেপাত্তা এক মহিলা। বুধবার নিখোঁজ মহিলার খোঁজে মানিকতলা থানার পুলিশ।
অভিযোগ উঠেছে, ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে।মানিকতলায় ক্যানেল ইস্ট এলাকার এক মহিলা ক্যানেল ইস্ট- র এক খালে নামেন। খালে নামার পর থেকেই আশ্চর্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় ওই মহিলা। এর পরেই মানিকতলা থানায় নিখোঁজ ডায়েরি করে ওই মহিলার বাড়ির সদস্যরা। তারপরেই বুধবার সকালে ওই মহিলার তল্লাশিতে পথে নামে মানিকতলা থানার পুলিশ। নিখোঁজ মহিলার বাড়ির সদস্যদের দাবি, ওই মহিলা খালে নামার পর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর তাই এদিন ওই খালে কলকাতা পুলিশের ডুবুরি নামানো হয় মানিকতলা পুলিশের তরফে। তল্লাশি চলছে নিখোঁজ মহিলার।
মানিকতলায় ক্যানেল ইস্ট খালে নামতেই নিখোঁজ মহিলা
Loading...