কলকাতা, ৬ অক্টোবর : শনিবার বিজেপি-র উত্তরমন্ডলের কার্যনির্বাহী কমিটির সভা ভেস্তে দেওয়ার অভিযোগ উঠেছে। উত্তর ২৪ পরগনার দুর্গানগর স্টেশনের কাছে শ্রীনগর বাসস্ট্যান্ডের পাশে শনিবার দুপুরে এই সভা হওয়ার কথা ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।
এদিন দলের রাজ্য সহ সভাপতি সুভাষ সরকার জানান, ‘স্বপ্নপুরী’ নামে একটি অনুষ্ঠানবাড়িতে এই সভা হওয়ার কথা ছিল। শ‘খানেক বিজেপি সমর্থক এসেছিলেন। কিন্তু তার প্রায় দ্বিগুন সংখ্যক সশস্ত্র তৃণমূল সমর্থক এসে বিজেপি কর্মীদের ধাক্কা দিয়ে বার করে দেয়। রান্নার সব উপকরণ নষ্ট করে দেয়। পুলিশকে জানানো সত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। থানাও ডায়েরি নেয়নি।“
এর প্রতিবাদ জানাতে আজ দুপুরে সুভাষবাবু বেলঘড়িয়ায় পদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে দেখা করবেন। উল্লেখ করা যেতে পারে গতকাল দমদমে বিজেপি-র মিছিলেও অনুমতি দিতে চায়নি পুলিশ। কাজীপাড়ায় সাম্প্রতিক বিস্ফোরণের নিরপেক্ষ তদন্তের দাবিতে গতকাল বিকেলে এই মিছিল হওয়ার কথা ছিল।
Loading...