কলকাতা, ২৪ সেপ্টেম্বর : এমনিতেই করোনা আতঙ্কে নাজেহাল শহরবাসী । যত সময় বাড়ছে ততই যেন আতঙ্ক বাড়াচ্ছে অদৃশ্য অজানা এই ভাইরাস করোনা । এরই মাঝে এবার শহরের বিভিন্ন এলাকায় জল যন্ত্রণা । ক্ষুব্ধ শহরবাসী। অভিযোগ উঠেছে, করোনার মাঝেই এবার পানীয় জলের সমস্যায় পড়তে হচ্ছে শহরের বিভিন্ন এলাকার বাসিন্দাদের । পানীয় জলের সমস্যায় জেরবার রামগড় । ৯৯ নম্বর ওয়ার্ডে পানীয় জলের সমস্যায় কপালে ভাঁজ স্থানীয়দের। এতটাই সমস্যা যে বর্তমানে জল কিনে খেতে হচ্ছে এলাকাবাসীকে। পানীয় জল না পেয়ে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। অন্যদিকে গার্ডেনরিচ এলাকায় পৌঁছচ্ছে না জল। জল না থাকায় সমস্যা হচ্ছে বিভিন্ন কাজে। ফলে ক্ষিপ্ত স্থানীয়রা। জল যন্ত্রণায় একপ্রকার নাজেহাল এলাকাবাসী।
ফের শহরে পানীয় জলের সমস্যা, ক্ষুব্ধ শহরবাসী
Loading...