ফলতা, ৬ অক্টোবর : পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে বিষ খাইয়ে খুনের অভিযোগ স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার ফলতা থানার দোস্তিপুরে। মৃতার নাম সঙ্ঘামিত্রা রায়(৩২)। শুক্রবার রাতে গুরুতর জখম অবস্থায় ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে চিকিৎসার জন্য সঙ্ঘামিত্রাকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ফলতা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
স্থানীয় সূত্রে খবর, প্রায় বছর সাতেক আগে ফলতা থানার দোস্তিপুরের বাসিন্দা উত্তম রায়ের সাথে রামনগর থানার নৈনানের বাসিন্দা সঙ্ঘামিত্রার বিয়ে হয়। তাদের বছর ছয়েকের একটি কন্যা সন্তানও রয়েছে। মৃতার পরিবারের অভিযোগ বিয়ের পর থেকেই সঙ্ঘামিত্রার উপর বিভিন্ন ভাবে মানসিক ও শারীরিক অত্যাচার করা হত। শুক্রবার মেয়ে টিউশানি পড়তে না যাওয়ায় তাকে সঙ্ঘামিত্রা বকাবকি করে। অভিযোগ এর পরেই শ্বশুরবাড়ির লোকেরা সঙ্ঘামিত্রাকে মারধর করে মুখে জোর করে বিষ ঢেলে দেয়। ঘটনার পর ওই গৃহবধূ অসুস্থ বলে তার বাপের বাড়িতে ফোনে বিষয়টি জানায় শ্বশুরবাড়ির লোকেরা। হাসপাতালে এসে বাপের বাড়ির লোকজন জানতে পারেন মেয়ে পড়তে যেতে না চাওয়ার জন্য তাকে বকাবকি করলে শ্বশুরবাড়ির লোকজন মারধর করে সঙ্ঘামিত্রাকে বিষ খাইয়ে দেয়। যদিও ওই গৃহবধূর মৃত্যুর পর থেকেই পলাতক শ্বশুর বাড়ির লোকজন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ও ঘটনার তদন্ত শুরু করেছে। এ বিষয়ে ফলতা থানায় মৃতের পরিবারের লোকজন খুনের অভিযোগ দায়ের করেছেন স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে।
বাড়ি রাজ্য পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে বিষ খাইয়ে খুন, অভিযোগের তির শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে
পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে বিষ খাইয়ে খুন, অভিযোগের তির শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে
Loading...