কলকাতা,১৯ জুন : ‘বদলাও হবে, বদলও হবে’ বর্তমানে এই স্লোগানেই মেতেছে বঙ্গ বিজেপি । সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার পোস্ট করা হয়েছে,সেখানে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের ছবি দিয়ে লেখা রয়েছে ‘বদলাও হবে, বদলও হবে’ । আর এরপরেই পাল্টা জবাব তৃণমূলের । ‘তৃণমূল কংগ্রেস শান্তির পক্ষে’ শুক্রবার নাম না করে বিজেপিকে একহাত কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিমের । এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম আরও বলেন, ‘ এরা ভালো জিনিসের কথা ভাবতে পারে না । সব সময় ভাবে মারব, ধরব। গুজরাট তৈরি করব । মানুষকে হত্যা করব। তৃণমূল কংগ্রেস কখনও হত্যার পক্ষে নয় । তৃণমূল কংগ্রেস কখনও সন্ত্রাসের পক্ষে নয় । তৃণমূল কংগ্রেস শান্তির পক্ষে । গড়ার পক্ষে । মানুষকে নিয়ে চলার পক্ষে ‘।
তৃণমূল কংগ্রেস শান্তির পক্ষে, না করে বিজেপিকে একহাত নিলেন ফিরহাদ
Loading...