সবং , ৬ অক্টোবর : ফের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুর। যতই দিন এগোচ্ছে ততই প্রকট হচ্ছে পশ্চিম মেদিনীপুরের সবং এলাকায় তৃনমূলের গোষ্ঠী সংঘর্ষ। নব্য বনাম পুরানো তৃণমূল নেতাদের মধ্যে একের পর এক সংঘর্ষের ঘটনা ক্রমেই প্রকাশ্যে আসতে শুরু করেছে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে শাসক দলের দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় ব্যাপক বোমাবাজির অভিযোগ উঠেছে সবংয়ের ৪ নং দশগ্রাম গ্রামপঞ্চায়েত এর মশাগ্রামে। দলের অপর গষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অমূল্য মাইতির অনুগামী সিতাংশু মাজি। তাঁর অভিযোগ, গতকাল রাত ১০টা নাগাদ মানস ভূঞার অনুগামী ও সমর্থক অতনু সিং দলবল নিয়ে এসে বাড়ি ভাঙ্গচুর ও লুটপাট চালায়। পাশাপাশি সারারাত ধরে এলাকায় রীতিমতো বোমাবাজি করেছে বলে অভিযোগ।
এছাড়াও মারধর করে বলে আরও অভিযোগ। ঘটনায় শনিবারও এলাকা থমথমে রয়েছে। তবে অপরদিকে মানস অনুগামীদের দাবী, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তাঁরা কিছুই করেননি, উল্টে ওদের হামলার প্রতিরোধ করা হয়েছে। এই ঘটনায় সবং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকায় রয়েছে ব্যাপক উত্তেজনা রয়েছে।যদিও পুলিশের দাবি, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Loading...