কলকাতা,১০ জুলাই: ঘোষিত হল আইসিএসই ও আইএস সি-র ফলাফল । শুক্রবার দুপুর তিনটেয় ওয়েবসাইটে ফলপ্রকাশ করল কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন । এই বছর আইএসসি (দ্বাদশে)- র সাফল্যের হার ৯৬.৮৪ শতাংশ এবং আইসিএসই (দশম)- র পাশের হার ৯৯.৩৩ শতাংশ। শুক্রবার দুপুর ৩টে নাগাদ হয় ফলপ্রকাশ । এই বছর রাজ্যে আইসিএসই পরীক্ষার্থীর সংখ্যাছিল ৩৭ হাজার ২৫৮ । এর মধ্যে উত্তীর্ণ ৩৬ হাজার ৯২০। অন্যদিকে এই বছর রাজ্যে আইএসসি পরীক্ষার্থীর সংখ্যাছিল ২৫ হাজার ৫৮ । এর মধ্যে উত্তীর্ণ ২৪ হাজার ৪৫৩ ।পডুয়াদের ফলাফল দেখতে হলে লগ ইন করতে হবে www.cisce.org অথবা www.results.cisce.org তে। এছাড়া এসএমএস (SMS) করেও জানা যাবে ফল । ০৯২৪৮০৮২৮৮৩ – এই নম্বরে এসএমএস করলেও পরীক্ষার্থী নিজেদের ফলাফল জানতে পারবে ।cisce.org ওয়েবসাইটের পাশাপাশি অন্য ওয়েবসাইট যেমন examresults.net ওয়েবসাইটেও রেজাল্ট দেখা যাবে । প্রসঙ্গত,করোনার জের পরেছিল পরীক্ষার উপরেও ।ফলে কিছু পরীক্ষা বাকি ছিল আইসিএসই ও আইএসসি-র । আদালতের নির্দেশ ছিল, ইন্টারনাল অ্যাসেসমেন্ট এবং ‘প্রি বোর্ড’ পরীক্ষার নম্বরের উপর জোর দিয়ে এ মাসের মধ্যেই ২০২০’এর পরীক্ষার ফল ঘোষণা করতে হবে ।
Loading...