কলকাতা, ২৭ জানুয়ারি : তাঁর সামনেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে মারপিটের অভিযোগ ওড়ালেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সূত্রের খবর, মঙ্গলবার সন্ধেয় দক্ষিণ ২৪ পরগনার হরিনাভিতে দলীয় কার্যালয় উদ্বোধনের সময় তাঁর সামনে হাতাহাতি হয়।
হরিনাভিতে মঙ্গলবার সভায় যোগ দিতে এসেছিলেন দিলীপ ঘোষ। দলেরই দুই গোষ্ঠীর কয়েকজন কর্মী-সমর্থক নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। সূত্রের খবর, বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে কারা আগে দলীয় কার্যালয়ে ঢুকবে, তা নিয়েই বিবাদের সূত্রপাত। আদি এবং নব্য কর্মী-সমর্থকদের অশান্তিতে ধুন্ধুমার বেঁধে যায়।
খবর পেয়ে জেলা নেতৃত্বও ঘটনাস্থলে পৌঁছয়। স্বাভাবিকভাবেই গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় অস্বস্তিতে বিজেপি। বিজেপি রাজ্য সভাপতি বলেন, “কোনরকম বিশৃঙ্খলা দল বরদাস্ত করবে না।“ বুধবার দিলীপবাবু প্রশ্নের উত্তরে সাংবাদিকদের বলেন, গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগটি ঠিক নয়। আসলে বহু লোক একসঙ্গে উপরে দলীয় দফতরে আসতে চেয়েছিল। ফলে একটা বিশৃঙ্খলা দেখা দেয়।