কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে আজ চিঠি লিখে এই নয়া নির্দেশিকা এই রাজ্য সহ অন্যান্য রাজ্যকে পাঠানো হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এরফলে করোনা রোগীকে দ্রুত চিহ্নিত করতে পরীক্ষাগারগুলি সরকারি চিকিতসকের প্রেসক্রিপশন ছাড়াই রোগীর লালারস পরীক্ষা করতে পারবে। উল্লেখ্য দেহে করোনার জীবানু রয়েছে কিনা তা জানতে এতদিন সরকারি হাসপাতালের চিকিতসকের প্রেসক্রিপশনের প্রয়োজন হত। এরফলে অনেক সময়ই গোটা প্রক্রিয়ায় বিলম্ব ঘটত। এছাড়া গোটা দেশে যে এক হাজার ৪৯ টি পরীক্ষাগারে করোনা পরীক্ষা করা হচ্ছে তার মধ্যে থাকা প্রায় তিনশো বেসরকারি পরীক্ষাগারই যেন তাদের পরিকাঠামো অনুযায়ী পরীক্ষা করে নির্দেশিকায় রাজ্যগুলিকে তার উপরেও নজর রাখার কথা বলা হয়েছে।
এখন থেকে কোন রকম প্রেসক্রিপশন ছাড়াই করনা পরীক্ষা করার জন্যে কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছে
Loading...