বনস্পতি দে, উত্তর পাড়া হুগলী।
সোমবার রাতে হুগলির উত্তরপাড়ায় সবথেকে বড় পানীয় জল প্রকল্প চালু করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। এশীয় উন্নয়ন ব্যাংকের ও পুরসভার যৌথ উদ্যোগে এই জল প্রকল্প চালু হলো উত্তরপাড়া কোতরং এলাকায়। কোতরং ধর্মতলা প্রকল্প এলাকায় এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী ববি হাকিম বলেন উত্তরপাড়া সহ হুগলির ছটি পুরসভা ও একাধিক পঞ্চায়েত এলাকায় এই জল প্রকল্প থেকে পানীয় জল সরবরাহ করা হবে। গঙ্গা থেকে জল তুলে তা পরিশোধন করে ব্যবহার করা হবে ১৫৭৬ কোটি টাকায় এই প্রকল্প করা হয়েছে। হুগলির ১৪লক্ষ মানুষ উপকৃত হবেন। উত্তরপাড়ার পাশাপাশি বৈদ্যবাটি চাপদানি ডানকুনি রিষড়া কোন্নগর পৌরসভা সুবিধা পাবে। পঞ্চায়েত এলাকাতেও জল যাবে ৫৪ টি জলাধার এর মাধ্যমে জল সরবরাহ করা হবে। এখন থেকে বাড়ির রান্নাঘরে এই পানীয় জল পাওয়া যাবে মহিলাদের আর সমস্যা হবে না। উত্তরপাড়ায় ইকোপার্ক তৈরি হবে রাজারহাটে আর যেতে হবে না। উত্তরপাড়ার পুরপ্রশাসক দিলীপ যাদবের বক্তব্য ১০০ বছর আগে উত্তরপাড়ায় প্রথম জল প্রকল্প তৈরি হয়। শুধু উত্তরপাড়া নয় আরও বেশ কিছু পুরসভার এলাকার মানুষের আর পানীয় জলের সমস্যায় ভুগতে হবে না। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার সাংসদ কল্যাণ ব্যানার্জি, কে এম ডি এর সিইও অন্তরা আচার্য সহ বেশকিছু পুরপ্রশাসক, পঞ্চায়েত প্রধানরা ও অতিথিবৃন্দ।
উত্তরপাড়ায় মেগা পানীয় জল প্রকল্পের সূচনা করলেন মন্ত্রী ববি হাকিম
Loading...