শিলিগুড়ি , ২৯ অক্টোবর ।শিলিগুড়ি পৌর কর্পোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ডের রাজীব নগর এলাকায় মঙ্গলবার সকাল একটি বাড়ি আগুন লাগে ।জানা গেছে এলাকার ঘনশ্যাম প্রাসাদ নামক এক ব্যক্তির বাড়ি তে আজ সকাল আগুন লাগে । আগুন লাগার পর স্থানীয় লোকেরা দমকল কে খবর দেবার পর নিজেরা আগুন নিভায়ানে কাজে লেগে পরে ।এই দিকে দোকান কে দেরিতে ঘন্টাশালে পৌঁছানোর কাৰণে স্থানীয় লোকেরা তাকে ঘিরে প্রদর্শন করতে থাকে । স্থানী লোক ও দমকল কর্মী সহায়তায় আগুন নিভানো হয়। জানা গেছে আগুনে ৩০ – ৪০ হাজার টাকার লোকসান হয়েছে । জানা গেছে বাড়ি মালিক ঘনশ্যাম প্রসাদ দীপক বাইলী যে এক অনাথ কে রেন্টে বাড়ি দিয়েছিলেন । দার্জিলিগের বাসিন্দা দীপক গৎ ছ মাস ধরে এইখানে রেন্টে ছিল । সে এইখানে বাচ্চাদের ডান্স শেখাতো ।আগুনে তার সব কিছু পুড়িয়ে রাখ হয়েগিয়েছে । অগ্নিকান্ডে কারো নিহতের খবর নেয় ।Attachments area
Loading...