কলকাতা, ১৩ নভেম্বর : নতুন বাড়ি তৈরির নকশা অনুমোদনের ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়ার কথা ভাবনা চিন্তা করছে কলকাতা পৌরনিগম। কলকাতা পৌরনিগম সংযুক্ত এলাকার ১০১ থেকে ১৪৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এই সুবিধা পাবেন বলেই সূত্রের খবর| এতদিন এই ওয়ার্ডগুলির বাসিন্দাদের নতুন বাড়ি তৈরির নকশা অনুমোদনের জন্য ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের দেওয়া মিউটেশন সার্টিফিকেট জমা দিতে হত। এবার থেকে ২১০ বর্গ মিটার পর্যন্ত জমিতে কেউ বাড়ি করতে চাইলে সে বাড়ির নকশা অনুমোদনের জন্য মিউটেশন সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক না করার কথা ভাবছে কলকাতা পৌরনিগম। সম্প্রতি মেয়র পারিষদের বৈঠকে এই প্রস্তাব অনুমোদন লাভ করেছে। আগামী শুক্রবার পুরসভার আসন্ন মাসিক অধিবেশনে এই প্রস্তাব পেশ করা হবে। পুরসভার এই প্রস্তাবে বলা হয়েছে, যে জমিতে বাড়ি তৈরি হবে তার মধ্যে জলাশয় থাকলে বাড়ি তৈরির অনুমোদন পাওয়া যাবে না। ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি-র আওতায় থাকা কোনও জমিতে বাড়ি তৈরির অনুমোদন পাওয়া যাবে না। যে জমিতে বাড়ি তৈরি হবে পুরসভার মূল্যায়নে সেই জমিতে বিল, পুকুর বা পুকুর পাড় নথিভুক্ত থাকলে পুরসভার বিল্ডিং বিভাগ এর তরফ থেকে সংশ্লিষ্ট ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিককে সেই তথ্য জানানো হবে।সেই জমি সম্পর্কে কোন আপত্তি থাকলে তথ্য পাওয়ার ১৫ দিনের মধ্যে ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিককে তা পুরসভাকে জানাতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিককের কাছ থেকে জমি সম্পর্কে্ এনওসি পাওয়া গেলেই পুরসভা বাড়ির নকশা অনুমোদন করবে। অন্যদিকে, পুরসভার পরিবেশ বিভাগের আওতাধীন জমিতে বাড়ি করতে চাইলে, বাড়ির নকশা অনুমোদনের জন্য বিভাগের এনওসি প্রয়োজন।
মিউটেশন সার্টিফিকেট ছাড়াই বাড়ির নকশা অনুমোদিত হবে, নয়া নিয়ম আনছে কলকাতা পুরসভা
Loading...