কলকাতা,৫ নভেম্বর : হাতে আর মাত্র কয়েকটা দিন তার পরেই বিয়ের পিড়িতে বসতে চিলেছেন অভিনেত্রী জুন মালিয়া | চলতি মাসের শেষেই দীর্ঘদিনের বন্ধু সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গেই গাঁটছড়া বাঁধবেন অভিনেত্রী | তবে, জুনের বিয়ের আসর বসবে মোমিনপুরের ওয়্যারহাউসে | ওয়্যারহাউজটি ব্রিটিশ স্থাপত্যের আদলে তৈরি |
৩০ নভেম্বর সাত পাকে বাঁধা পড়বেন জুন ও সৌরভ | তবে বিয়ে হবে খুব ঘরোয়াভাবে | শুধু ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুরা ছাড়া আর কেউ বিয়েতে উপস্থিত থাকবেন না বলেই সুত্রের খবর | তবে কয়েকজন টলিউড তারকাও নিমন্ত্রিত হয়েছেন বিয়েতে | ১ ডিসেম্বর হবে জুন ও সৌরভের রিসেপশন | সেদিনও ঘনিষ্ঠরাই উপস্থিত থাকবেন বলে খবর |
অভিনয়ের পাশাপাশি সিঙ্গেল মাদার হওয়ায় একা হাতেই বড়ো করেছেন দুই সন্তান শিবাঙ্গী ও শিবেন্দ্রকে | এখন তারা বড় হয়ে যাওয়ায় ১৪ বছরের অপূর্ণ সম্পর্ককে পূর্ণতা দিতে চলেছেন অভিনেত্রী |
ব্রিটিশ স্থাপত্যের আদলের ওয়্যারহাউসে সাতপাকে বাঁধা পড়বেন জুন
Loading...