সিউল, ১২ নভেম্বর : দক্ষিণ কোরিয়ার সেনা ক্যাম্পগুলোতে ই-সিগারেট ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করল সেনাবাহিনী।
প্রায় ৬ লাখ সদস্য নিয়ে গঠিত দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর প্রায় ৪ লাখ সদস্যই প্রত্যক্ষভাবে ধুমপান করে থাকেন। এক সমীক্ষায় দেখা গেছে দেশটির পুরুষদের মাঝে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় ধুমপানের প্রবণতা সবচেয়ে বেশি। ই-সিগারেট ব্যবহারে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ফুসফুস সংক্রমনের পরিসংখ্যান তুলে ধরে দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় গত মাসে তার নাগরিকদের এটি ব্যবহার না করতে অনুরোধ জানায়। তরল নিকোটিন গ্রহণের অন্যতম মাধ্যম ই-সিগারেট নিষিদ্ধ করার বিজ্ঞানসম্মত ভিত্তি আছে কিনা তাও তারা চিন্তাভাবনা করে দেখবে বলে জানায় মন্ত্রণালয়। এটি ব্যবহারকারী ৩০ বছরের এক কোরিয়ান নাগরিক সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন বলেও মন্ত্রণালয় জানিয়েছে। প্রসঙ্গত, সরকারের সতর্কবার্তার পরদিন থেকে বিখ্যাত চেইনশপ ‘জিএস-২৫’ মার্কিন এবং দক্ষিন কোরিয়ায় উৎপাদিত ই-সিগারেটের বিক্রি বন্ধ করে দেয়।